
সাত নম্বর খাদান

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী০৫ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
হঠাৎই একটা ঘস ঘস শব্দ করে রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়ল গাড়িটা৷ সুনন্দ তার পাশের ড্রাইভারের দিকে তাকিয়ে প্রশ্ন করল, ‘কী হল?’
ড্রাইভার বলল, ‘মনে হয় পিছনের একটা টায়ার ফেঁসে গেল!’
সে নেমে পড়ল গাড়ি থেকে৷ সুনন্দও নীচে নামল৷ হ্যাঁ, পিছনের বাঁ পাশের টায়ারটা চুপসে গিয়েছে৷ সেদিকে তাকিয়ে সুনন্দ বলল, ‘টায়ারটা পুরোনো নাকি?’
ড্রাইভার একটু আক্ষেপের সুরে বলল, ‘না স্যা...