
যমদুয়ারের ছোকরা বাঘ

বুদ্ধদেব গুহ
জায়গার নাম যমদুয়ার৷ তার নৈসর্গিক দৃশ্যের তুলনা হয় না৷ একপাশে ভুটান পাহাড় অর্থাৎ হিমালয় পর্বতমালা, অন্যদিকে পশ্চিমবাংলার জলপাইগুড়ি জেলার সবুজ সীমারেখা, আর এদিকে আসাম—সেখানে আমরা আছি৷ বনবিভাগের দোতলা বাংলোটি একেবারে সংকোশ নদীর দিকে মুখ-চাওয়া৷ সংকোশ নদীই বাংলা আর আসামের সীমানা দেখিয়ে বয়ে চলেছে এখানে৷ বড়ো সুন্দর নদী৷ নদীময় বড়ো বড়ো পাথর৷ স্বচ্ছ জলে কালো ছায়া ফেলে মাছের দল সাঁতরে চলেছে৷ সারাক্ষণ ক...