
বনবিবির বনে

বুদ্ধদেব গুহ
পর্বঃ ০১
সুন্দরবনের ছোট বালির পাশে মোটর-বোটটা নোঙর করা আছে।
সোঁদরবনের মানুষখেকো বাঘের জন্যেই এবার আসা।
মায়ের প্রচুর আপত্তি ছিল আমাকে আসতে দিতে, কিন্তু বাবার পারমিশানে মায়ের অনিচ্ছা ওভার রুলড হয়ে গেছিল। অবশ্য ঋজুদার সঙ্গে না এলে বাবাও সুন্দরবনে আসতে দিতেন কিনা সন্দেহ।
ক্যানিং থেকে রাতে বোটে রওনা হওয়া হয়েছিল। সারারাত বোট চালিয়ে পরদিন দুপুরে চামটার...