ঋজুদার সঙ্গে আন্ধারী তাড়োবাতে

ঋজুদার সঙ্গে আন্ধারী তাড়োবাতে

বুদ্ধদেব গুহ

ঋজুদার সঙ্গে আন্ধারী তাড়োবাতে

Books Pointer Iconবুদ্ধদেব গুহ
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনবেলা ০৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

কী সুন্দর হ্রদটা, না? কী নাম বললে? তাড়োবা হ্রদ? তিতির বলল।

ঋজুদা বলল, হ্যাঁ। ভারতে আর কোনও অভয়ারণ্যেই এত বড় ও সুন্দর হ্রদ নেই।

ভটকাই বলল, শুনেছি রানথামবোরে আছে। রাজস্থানের রানথামবোরে।

রানথামবোরে আমি গেছি। সে হ্রদ এই হ্রদের চেয়ে অনেকই ছোট। তা ছাড়া সেটি হ্রদ নয়, পুকুর গোছের ব্যাপার। রাজার শুটিং লজ ছিল। রানথামবোরের দুর্গও ছিল। হয়তো পরিযায়ী পাখিরা এসে বসবে বলে, এবং রাজস...

Loading...