
মহম্মদ নাজিম

বুদ্ধদেব গুহ
মহম্মদ নাজিমের সঙ্গে আমার প্রথম দেখা হয়, তা আজ থেকে প্রায় পঁয়ষট্টি বছর আগে৷ হাজারিবাগের বড়া মসজিদের গলিতে তার একটি ছোট্ট দোকান ছিল, জুতোর এবং মুঙ্গেরি বন্দুক, গুলি ইত্যাদির৷ দোকানের নাম ছিল ‘বেঙ্গল ফ্যান্সি স্টোর্স’৷ রোগা ছিপছিপে নাজিম সাহেব সবসময় পান-জর্দা খেতেন, সিগারেটও খেতেন এবং দোকানের ক্যাশবাক্সের সামনে আসনপিঁড়ি হয়ে বসে থাকতেন এবং রাস্তা দিয়ে যে ক্বচিৎ গাড়ি বা জিপ যেত তার উদ্দেশে সেলাম...