বুবুনের বাঘ আর পাঁচ ডাকাত

বুবুনের বাঘ আর পাঁচ ডাকাত

প্রফুল্ল রায়

বুবুনের বাঘ আর পাঁচ ডাকাত

Books Pointer Iconপ্রফুল্ল রায়
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৪ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

ডাকাত ধরতে হলে ছবি আঁকতে পারা চাই, এমন কথা কেউ কি কখনও শুনেছ! যত উদ্ভটই হোক, ব্যাপারটা কিন্তু সত্যি। পাঁচ পাঁচটা ব্যাঙ্ক ডাকাত কী করে ধরা পড়ল সে কথা বলার আগে বুবুন আর তার ছবি আঁকার কথাটা বলে নেওয়া যাক।

বুবুনের বয়স ঠিক ন’বছর দু মাস। হাইট চার ফুট দশ ইঞ্চি। নাকমুখ খুব ধারালো। ঝকঝকে চোখ দুটোতে বুদ্ধি আর দুষ্টুমি মেশানো। মাথাভর্তি ঘন চুল, সেগুলো মাঝে মাঝেই চোখের ওপর ঝামড়ে এসে পড়ে।

<...
Loading...