বুকের ওপরে বাঘ

বুকের ওপরে বাঘ

সুনীল গঙ্গোপাধ্যায়

বুকের ওপরে বাঘ

Books Pointer Iconসুনীল গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনবেলা ২২ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

তারপর বাঘটা আমার বুকের ওপর দুটো থাবা রেখে দাঁড়িয়ে পড়ল! আমার মুখের ঠিক সামনেই বাঘের বিশাল মুখখানা, রয়াল গুলির মতন চোখ দুটো জ্বলজ্বল করছে…

আমি যদি এরকম লিখি, কেউ বিশ্বাস করবে? সবাই বলবে, ধুত, গাঁজাখুরি গল্প! কিংবা যদি সত্যি হয়, তাহলে তুমি বেঁচে আছ কী করে? বাঘ তোমার বুকের ওপর থাবা তুলে দাঁড়াল, অথচ তোমাকে কামড়াল না, এ আবার হয় নাকি? সেই বাঘটা কি মহাত্মা গান্ধীর শিষ্য?


...
Loading...