
ফাগুয়ারা ভিলা

বুদ্ধদেব গুহ
০১.
নেপালি দারোয়ান মস্ত বড় লালরঙা গেটটা ভিতর থেকে খুলে দিতেই ফাগুয়ারা ভিলা’র হাতার বাইরের লাল মাটির পথে পড়েই ভটকাই আমাকে বলেছিল, দেখলি, যা বলেছিলাম কলকাতাতে, ঠিক তাই-ই হল।
তিতির বলেছিল, আমাদের উপরে যেন অভিশাপ লেগেছে।
সত্যি!
আমি বলেছিলাম।
গাড়ি না এলে-গেলে বড় গেটটা সচরাচর খোলে না দারোয়ান। বড় গেটের পাশেই ছোট একটা গেট আছে মানুষের এবং বি...