
দ্বিতীয় পর্ব শালপিয়ালের বন

নবনীতা দেবসেন
| নবনীতা দেবসেন | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী১২ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
টুলকি
ঝাড়গ্রাম স্টেশনে কাকাবাবুদের টাটা সুমো ছিল এবং জিপগাড়ি নিয়ে শিবকাকাও ছিলেন। তাঁর সঙ্গে এসেছিল শুভ। সরোজকাকার ছেলে। একদম বাচ্চা, পুটুসেরই কাছাকাছি বয়েস হবে—কিন্তু দারুণ স্মার্ট। পুটুসের চেয়ে অল্প বড়—ক্লাশ ফাইভ। প্রথমে একটু একটু লজ্জা লজ্জা করছিল তার পরেই ভাব হয়ে যেতে কেবলই ধাঁধা জিজ্ঞেস করে। ওই সরোজকাকার ছেলে তো? অজস্র ধাঁধা জানে, বেশ মিষ্টি দেখতে, মেদিনীপুরে পড়ে। মনে হয় ...