দাসবংশ ধ্বংস

দাসবংশ ধ্বংস

সমরেশ মজুমদার

দাসবংশ ধ্বংস

Books Pointer Iconসমরেশ মজুমদার
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ১১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

পর্বঃ ০১

ভর বিকেলেই অন্ধকার নেমেছিল। মোষের মতো রাগী মেঘগুলো ছুটে আসছিল আকাশের সব কোণ থেকে, ধাক্কা খাচ্ছিল এ-ওর সঙ্গে। তখনই ছিটকে উঠছিল আলো, গড়িয়ে আসছিল শব্দ। হাওয়ারা যেখান থেকে জন্মায় তার মুখটাকে কেউ বন্ধ করে রেখেছিল বলেই হয়তো গাছগুলো সিঁটিয়ে দাঁড়িয়ে ছিল। যে কোনও মুহূর্তে মেঘগুলো গলে গিয়ে চরাচর ভাসিয়ে দেবে।

আধাপাহাড়ি ছোট্ট স্টেশনে নেমে অর্জুন দেখল, কোথ...

Loading...