
বরফে পায়ের ছাপ

সমরেশ মজুমদার
| সমরেশ মজুমদার | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ১১ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পর্বঃ ০১
দুপুর দেড়টা বাজতেই মেজর চিৎকার করলেন, হল্ট!
অর্জুন সামনে হাঁটছিল, অবাক হয়ে ফিরে তাকাল, কী হয়েছে?
নো মোর ওয়াকিং। আজ এখানেই টেন্ট ফেলল। মেজর তার কঁচাপাকা দাড়িতে আঙুল ঢোকালেন। এখন এখানে ঠান্ডা প্রায় ছয় ডিগ্রিতে রয়েছে। তা সত্ত্বেও তার কপালে ঘাম জমেছে।
এ কী। এখানে কেন? সন্ধে নামতে ঘণ্টা তিনেক দেরি আছে। আমরা তো মাত্র সাড়ে চার ঘণ্টা ট্রেক ক...