
ডেভিলস আইল্যান্ড

বুদ্ধদেব গুহ
০১.
‘এলেম নতুন দেশে।
এ এ এ লেম, এলেম নতুন দেশে।
তলায় গেল ভগ্নতরী, কূলে এলেম ভেসে।’
বলে গান ধরে দিল তিতির। ঝিঙ্গাঝিরিয়ার মানুষখেকো শিকার করতে ঋজুদার সঙ্গী শুধু আমিই ছিলাম কিন্তু এবারে ঋজুদার সঙ্গে আন্দামান দ্বীপপুঞ্জে বেড়াতে এসেছি তিতির, ভটকাই এবং আমি, ঋজুদা অ্যান্ড কোম্পানি ইন ফুল স্ট্রেংথ।
কলকাতা থেকে বেরোবার আগে ঋজুদার বিশপ লেফ্রয় রো...