টুনটুনির বই

টুনটুনির বই

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

টুনটুনির বই

Books Pointer Iconউপেন্দ্রকিশোর রায়চৌধুরী
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনশ্রী কর্মকার১২ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে। সেই বেগুণ গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে।

বাসার ভিতর তিনটি ছোট্ট-ছোট্ট ছানা হয়েছে। খুব ছোট্ট ছানা, তারা উড়তে পারে না, চোখও মেলতে পারে না। খালি হাঁ করে আর চীঁ-চীঁ করে।

গৃহস্থের বিড়ালটা ভারি দুষ্টু। সে খালি ভাবে ‘টুনটুনির ছানা খাব।’ একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, ‘কি করছিস লা টুনটুনি?’

টুন...

Loading...