
জলের তলার রাজপুরী

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনবেলা ২২ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বাবা শহরে গেছেন একটা টেলিগ্রাম করবার জন্য। মা শুয়ে একটা মোটা উপন্যাস পড়ছেন, এই সময় চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়লো পুপলু।
একেবারে চুপচাপ দুপুর। নাগিন লেকের ওপরে ভাসছে দশ—বারোটি হাউসবোট। কয়েকটা হাউসবোটের ছাদে শুয়ে শুয়ে সাহেব—মেমরা রোদ পোহাচ্ছে।
আজকের দিনটা খুব সুন্দর। ঝকঝক করছে রোদ। দূরে দেখা যাচ্ছে বরফের মুকুট—পরা পাহাড়ের সারি। এক ঝাঁক হাঁস ডানা দুলিয়ে উড়ে যাচ্ছে সেই পাহ...