ছোট ভাই

ছোট ভাই

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

ছোট ভাই

Books Pointer Iconউপেন্দ্রকিশোর রায়চৌধুরী
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৫ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

সাতটি ভাই ছিল, তাদের সকলের ছোটটির নাম ছিল রুরু। দেশের মধ্যে তারা সাতটি ভাই দেখতে আর সকল ছেলের চেয়ে সুন্দর ছিল। তাদের মধ্যে আবার রুরু ছিল সকলের চেয়ে সুন্দর। রুরুকে সকলেই কেন এত সুন্দর বলে আর তাদের ব’লে না, এই জন্য রুরুর বড় ভাইয়েরা তাকে বড্ড হিংসা করত। ভাল ভাল কাপড়গুলো সব তারা ছ’জনায় পরে বেড়াত, রুরুকে পরতে দিত শুধু ছেঁড়া ন্যাকড়া। যত বিচ্ছিরি নোংরা কাজ, সব তারা রুরুকে দিয়ে করাত, আর নিজেরা বা...

Loading...