
কেওড়া গাছ

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
| বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ৩১ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মনু আমার হাত ধরিয়া একটা কেওড়া গাছে উঠিল। নিবারণ আমাদের পাশের একটা গরান গাছের আড়ালে লুকাইয়া দাঁড়াইল, গাছে উঠিল না। খানিকটা পরে সে দেখি গাছের গুঁড়ির ওদিক হইতে এদিকে ঘুরিতেছে। আমরা গাছে উঠিবার সময় জ্বলন্ত মশাল দুইটি মাটিতে নামাইয়া রাখিয়াছি, তাই বোধ হয় নিবারণ বাঁচিয়া গেল।
মনু আমার গা ঠেলিয়া নিঃশব্দে আঙুল দিয়া আমাদের ডান দিকের একটা বেতঝোঁপের দিকে দেখাইল। মশালের আলোতে দেখিয়া আম...