
একটি মেয়ে, অনেক পাখি

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বিদেশ থেকে একটা চিঠি এসেছে৷ খুব ভালো খবর৷
সাদা লম্বা খাম, তার ওপর ডাকটিকিটটা কী সুন্দর, একটা ডানা মেলা পাখির ছবি, লাল আর নীল রং মেশানো, লম্বা ঠোঁট৷ অচেনা পাখি৷
মিনু বলল, বাবা, আমি এই স্ট্যাম্পটা নেব!
বাবা বললেন, আচ্ছা পরে নিস৷
তারপর বাবা ইংরিজিতে মাকে কী যেন বললেন৷
মিনুর বয়েস সাড়ে চার বছর৷ সে মোটে দু’চারটি ইংরিজি শব্দ জানে, সব বোঝে না৷ সে এটাও বোঝে,...