একটি মেয়ে, অনেক পাখি

একটি মেয়ে, অনেক পাখি

সুনীল গঙ্গোপাধ্যায়

একটি মেয়ে, অনেক পাখি

Books Pointer Iconসুনীল গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

বিদেশ থেকে একটা চিঠি এসেছে৷ খুব ভালো খবর৷

সাদা লম্বা খাম, তার ওপর ডাকটিকিটটা কী সুন্দর, একটা ডানা মেলা পাখির ছবি, লাল আর নীল রং মেশানো, লম্বা ঠোঁট৷ অচেনা পাখি৷

মিনু বলল, বাবা, আমি এই স্ট্যাম্পটা নেব!

বাবা বললেন, আচ্ছা পরে নিস৷

তারপর বাবা ইংরিজিতে মাকে কী যেন বললেন৷


মিনুর বয়েস সাড়ে চার বছর৷ সে মোটে দু’চারটি ইংরিজি শব্দ জানে, সব বোঝে না৷ সে এটাও বোঝে,...

Loading...