ঋজুদার সঙ্গে রাজডেরোয়ায়

ঋজুদার সঙ্গে রাজডেরোয়ায়

বুদ্ধদেব গুহ

ঋজুদার সঙ্গে রাজডেরোয়ায়

Books Pointer Iconবুদ্ধদেব গুহ
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনবেলা ০৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

যাক। এতদিন বাদে আমার ইচ্ছা সফল হল।

ভটকাই বলল।

তিতির বলল, আমার কিন্তু ভারী মন খারাপ লাগছে। আজকাল সব জায়গাতেই তোমরা আমাকে না নিয়েই যাচ্ছ রুদ্র।

আমি বললাম, দুঃখটা তো আমার। তুমি আমার আফ্রিকার পার্টনার। তখন এই ভটকাই ছিল কোথায়? আফ্রিকার রুআহার অভিযানের শেষে আমি ঋজুদার কাছে ভটকাইয়ের হয়ে ওভাবে হাতে পায়ে ধরে উমেদারি না করলে ঋজুদা কি কোনওদিনও নিত সঙ্গে ভটকাইকে? তুমি তো সাক্ষী ...

Loading...