
শিবাজীর রাজ্য এবং শাসন প্রণালী ১৩
যদুনাথ সরকার
| যদুনাথ সরকার | |
| ইতিহাস ও সংস্কৃতি |
পোষ্ট করেছেনহিয়া মজুমদার০৯ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
শিবাজী দীর্ঘ ত্রিশ বৎসর অবিরাম পরিশ্রম এবং নিদ্রাহীন চেষ্টার ফলে যে-রাজ্য গঠন করিয়া যান, তাহার বিবরণ এক কথায় দেওয়া অসম্ভব, কারণ নানা স্থানে তাঁহার স্বত্ব নানা প্রকারের এবং তাঁহার প্রভাব বিভিন্ন পরিমাণের ছিল।
প্রথম হইল তাঁহার নিজের দেশ; ইহাকে মারাঠীতে “শিব-স্...