Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
No results found
  • হোম
No results found
যদুনাথ সরকার

@লেখক

স্যার যদুনাথ সরকারের সংক্ষিপ্ত জীবনী

স্যার যদুনাথ সরকার (১৮৭০-১৯৫৮) একজন বিখ্যাত বাঙালি ইতিহাসবিদ ছিলেন। তিনি রাজশাহী জেলার (বর্তমান নাটোর) কড়চমারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা রাজকুমার সরকার একজন জমিদার ও বইপ্রেমী ছিলেন, যিনি যদুনাথকে ছোটবেলা থেকেই ইতিহাসের প্রতি আগ্রহী করে তোলেন।


শিক্ষাজীবন ও কর্মজীবন


যদুনাথ সরকার তার শিক্ষাজীবন শুরু করেন গ্রামের স্কুলে। এরপর তিনি রাজশাহী কলেজ, হেয়ার স্কুল এবং প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। তিনি ১৮৯১ সালে ইতিহাসে ও ইংরেজি সাহিত্যে বি.এ. এবং ১৮৯২ সালে ইংরেজি সাহিত্যে এম.এ. সম্পন্ন করেন। ১৮৯৭ সালে তিনি 'প্রেমচাঁদ-রায়চাঁদ' স্কলারশিপ পেয়েছিলেন।

তিনি ১৮৯৮ সালে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করেন এবং পরে পাটনা কলেজ ও কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯২৬ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যাপক ভাইস-চ্যান্সেলর হিসেবে মনোনীত হন।


গবেষণা ও সাহিত্য


যদুনাথ সরকার ফারসি, মারাঠি, উর্দুসহ বিভিন্ন ভাষা শিখেছিলেন তার গবেষণার জন্য। সিস্টার নিবেদিতা তাকে ইতিহাস গবেষণায় উৎসাহিত করেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার ছিল প্যারিসের জাতীয় গ্রন্থাগারে মীর্জা নাথান রচিত 'বাহারিস্তান-ই-গায়বী' পাণ্ডুলিপিটি খুঁজে বের করা। তিনি রয়্যাল এশিয়াটিক সোসাইটির সম্মানিত সদস্যও ছিলেন।

ইতিহাসের পাশাপাশি তিনি সাহিত্য সমালোচকও ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার পাওয়ার আগেই তিনি তার কিছু লেখা ইংরেজিতে অনুবাদ করে পশ্চিমা বিশ্বে পরিচিত করেন।

৫৯

বার পড়া হয়েছে

১৪

বইসমগ্র

বইসমূহ
শিবাজী