
রাজমালা বা ত্রিপুরার ইতিহাস

তপন বাগচী
| তপন বাগচী | |
| ইতিহাস ও সংস্কৃতি |
পোষ্ট করেছেনসাহিত্য কুঞ্জ১৫ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বাংলাদেশ সংস্করণ প্রসঙ্গে
১২৮৩ বঙ্গাব্দে শ্রীকৈলাসচন্দ্র সিংহ (১৮৫১-১৯১৪) লিখেছিলেন ‘রাজমালা বা ত্রিপুরার ইতিবৃত্ত’ নামের একটি ‘ক্ষুদ্র পুস্তক’। লেখকের ভাষায় এটি ছিল তাঁর ‘সাহিত্যজীবনের অপ্রস্ফুটিত প্রথম কুসুম’। এই কুসুমটিই ফুলে ফলে ভরে ওঠে ‘রাজমালা বা ত্রিপুরার ইতিহাস’ নামে। গ্রন্থাকারে এটি প্রকাশিত হয় ১৩০৩ বঙ্গাব্দের আশ্বিন মাসে আগরতলা থেকে। প্রাচীন বাংল...