
দক্ষিণ বিজয় ০৯
যদুনাথ সরকার
| যদুনাথ সরকার | |
| ইতিহাস ও সংস্কৃতি |
পোষ্ট করেছেনহিয়া মজুমদার০৯ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এক সময়ের বিখ্যাত বিজয়নগর-সাম্রাজ্য কৃষ্ণা নদীর পরপারে সারা দাক্ষিণাত্য জুড়িয়া পূৰ্ব্ব সমুদ্র হইতে পশ্চিম সাগর, –অর্থাৎ মাদ্রাজ হইতে গোয়া পৰ্য্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু ১৫৬৫ খৃষ্টাব্দে দক্ষিণের মুসলমান সুলতানেরা একজোট হইয়া বিজয়নগরের সম্রাটকে যুদ্ধে নিহত করিয়া তাঁহার রাজধানী লুঠ করিলেন। ...