
হাড়ের পাশা

নীহাররঞ্জন গুপ্ত
১. কিরীটী একটা ঘর খুঁজছিল
কিরীটী একটা ঘর খুঁজছিল শ্যামবাজার অঞ্চলে।
শুধু শ্যামবাজার অঞ্চলেই নয়, বিশেষ করে শ্যামবাজার ট্রামডিপোর কাছাকাছি কোন এক জায়গায় হলেই যেন ভাল হয়।
যে সময়কার কথা বলছি তখনও কলকাতা শহরে ভাড়াটে বাড়ি পাওয়ার বিভ্রাটটা এখনকার মত এতটা প্রকট হয়ে ওঠেনি। রাস্তায় যেতে যেতে অনেক ‘টু লেট’ই চোখে পড়ত।
নির্দিষ্ট অঞ্চলে দু’একটা ঘর যে কিরীটী পা...