
নীলকুঠি

নীহাররঞ্জন গুপ্ত
০১-০৫. রজত আর সুজাতা
দেখা হয়ে গেল দুজনের। রজত আর সুজাতার।
এতদিন পরে এমনি করে দুজনের আবার দেখা হয়ে যাবে কেউ কি ওরা ভেবেছিল! দুজনে দুদিকে যে ভাবে ছিটকে পড়েছিল, তারপর আবার কোন দিন যে দেখা হবে, তাও এক বিচিত্র পরিস্থিতির মধ্যে, ব্যাপারটা দুজনের কাছেই ছিল সত্যি স্বপ্নতীত।
তবু দেখা হল দুজনের। রজত আর সুজাতার।
দুজনের একজন আসছিল লাহোর থেকে। অ...