
সারমেয় গেণ্ডুকের কাঁটা

নারায়ণ সান্যাল
| নারায়ণ সান্যাল | |
| গোয়েন্দা সমগ্র |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৪ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
১
চিঠিখানা যেদিন আমাদের এই নিউ আলিপুরের বাড়িতে এসে পৌঁছালো তখন বাড়ি ফাঁকা। রানীমামীমাকে নিয়ে আমার স্ত্রী সুজাতা গেছে গোপালপুরে। সমুদ্রের ধারে একটা হোটেলে পাশাপাশি দু’খানি ঘর ‘বুক’ করেছি। একটা মামা-মামীর, আর একটা আমাদের দুজনের। কিন্তু বাসুমামার কী একটা কেস-এর শুনানির দিন বেমক্কা এসে পড়ল মাঝখানে। উপায় কী? বাধ্য হয়ে ওঁদের দুজনকে পৌঁছে দিয়ে আমাকে ফিরে আসতে হয়েছে। আগামীকাল, ত্রিশে জ...