Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
No results found
  • হোম
নারায়ণ সান্যাল

@লেখক

নারায়ণ সান্যাল – সংক্ষিপ্ত জীবনী

নারায়ণ সান্যাল (২৬ এপ্রিল ১৯২৪ - ৭ ফেব্রুয়ারি ২০০৫) ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক এবং পুর প্রকৌশলী। নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করলেও তার শিক্ষাজীবন কলকাতায় ছিল। তিনি আসানসোল ই. আই. আর. বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন এবং ১৯৪৮ সালে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি.ই. ডিগ্রি লাভ করেন। সরকারি চাকরিতে ১৯৮২ সালে অবসর নেন এবং ইন্সটিট্যুট অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া)-এর ফেলো ছিলেন।

সাহিত্যজগতে নারায়ণ সান্যাল তার "বকুলতলা পি এল ক্যাম্প" এবং "দন্ডক শবরী" গ্রন্থের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি পি.ডব্লু.ডি-তে চাকরি করার সময় দণ্ডকারণ্য অঞ্চলে পোস্টিং পান এবং অরণ্য জীবনের অভিজ্ঞতায় এই দুটি উপন্যাস লেখেন, যা পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়।

নারায়ণ সান্যালের অন্যান্য রচনায় বিজ্ঞান, শিল্প স্থাপত্য, ভাস্কর্য, সামাজিক ও ঐতিহাসিক উপন্যাসের পাশাপাশি শিশু-কিশোরদের জন্যও লেখা রয়েছে। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে "বিশ্বাসঘাতক", "ষাট একষট্টি", "হে হংসবলাকা", "নক্ষত্রলোকের দেবতাত্মা", "আবার যদি ইচ্ছা করো", "রূপমঞ্জরী", "অরণ্য দন্ডক" ও "অশ্লীলতার দায়ে" উল্লেখযোগ্য। তিনি রহস্য গোয়েন্দা কাহিনীও লিখেছেন, যার মধ্যে "কাঁটা সিরিজ" খুব জনপ্রিয়।

নারায়ণ সান্যালের রচিত কাহিনীগুলির মধ্যে "নাগচম্পা", "সত্যকাম", "পাষণ্ড পণ্ডিত" চলচ্চিত্রায়িত হয়েছে। এছাড়া তিনি শরদিন্দু বন্দোপাধ্যায়ের অসমাপ্ত ব্যোমকেশ গল্প "বিশুপাল বধ" সমাপ্ত করেন।

নারায়ণ সান্যাল তার সাহিত্যে বিভিন্ন ধরনের ঘরানার অন্তর্ভুক্তি ঘটিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এবং তার কাজ আজও পাঠকমহলে জনপ্রিয়।

৮১

বার পড়া হয়েছে

৩৩

বইসমগ্র

বইসমূহ
উপন্যাস
কাঁটা সিরিজ
গোয়েন্দা সমগ্র