
জোনাথনের বাড়ির ভূত

সুচিত্রা ভট্টাচার্য
| সুচিত্রা ভট্টাচার্য | |
| গোয়েন্দা সমগ্র |
পোষ্ট করেছেনশেষ নগরী১৭ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
০১. মন দিয়ে খবরের কাগজ পড়ছিল টুপুর
মন দিয়ে খবরের কাগজ পড়ছিল টুপুর। পড়ছিল না বলে গিলছিল বলাই ভাল। মিতিনমাসির নির্দেশে ইদানীং এই অভ্যেসটা গজিয়েছে টুপুরের, ফাঁক পেলেই খুঁটিয়ে খুঁটিয়ে গলাধঃকরণ করে আস্ত কাগজখানা। খুদে খুদে বিজ্ঞাপনগুলোকে পর্যন্ত ছাড়ে না। মিতিনমাসি বলেছে খবরের কাগজের ব্যক্তিগত বিজ্ঞাপনে অনেক সময়ে মজার মজার গল্প লুকিয়ে থাকে। চোখ মেলে খুঁজতে জানলে কখনও-সখনও...