
মহাভারতের ছয় প্রবীণ

নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
| নৃসিংহপ্রসাদ ভাদুড়ী | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনবইয়ের জগৎ১৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ছোটবেলায় সপ্তম-অষ্টম শ্রেণীতেই আমার পিতাঠাকুর স্যামুয়েল স্মাইলস-এর ‘ক্যারেকটার’ নামক গ্রন্থটি পড়াতে আরম্ভ করেন। এখন বুঝি পড়ানো ছাড়াও তাঁর আর একটি উদ্দেশ্য ছিল—পুত্র এবং ছাত্রের চরিত্র-গঠন। স্মাইলস-এর এই গ্রন্থটিতে চরিত্র-তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে সাহিত্য, সংস্কৃতি এবং বিজ্ঞানের জগতের বহুতর মহান মনীষীদের জীবন এবং তাঁদের বিচিত্র অভিজ্ঞতার কথা...