
ভাষা পরিকল্পনার সর্বজনীন বৈশিষ্ট্য

হুমায়ুন আজাদ
| হুমায়ুন আজাদ | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনশেষ নগরী১২ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
চার্লস এ ফার্গুসন ও আনোয়ার এস দিল (১৯৭৯) জাতীয় উন্নতি ও ভাষা ব্যবহারের সর্বজনীন বৈশিষ্ট্য সম্পর্কে চৌদ্দটি গুরুত্বপূর্ণ ও অর্ন্তদৃষ্টিসম্পন্ন ‘প্রকল্প’ রচনা করেছেন। জাতীয় উন্নতিতে ভাষার ভূমিকা ও অবস্থান অনুধাবনের চেষ্টা করেছেন তাঁরা নৈর্ব্যক্তিক দৃষ্টিতে এবং তাঁদের সিদ্ধান্ত প্রকল্পরূপে পেশ করেছেন। রাজনীতি-সমাজনীতিকে এড়িয়ে গেছেন তাঁরা; দেশের উন্নতিতে যে-শ্রেণীসমূহ অংশ নেন, তা...