
বিচারালয় ও বাঙলা

হুমায়ুন আজাদ
ঢাকা শহরের প্রধান বিচারালয়ের কোনো কক্ষে শুনানি শোনার জন্যে কেউ যদি ঢুকে পড়ে, এবং সৌভাগ্যবশত কোনো ‘অ্যাডভোকেট’ (বহুলপ্রচলিত ‘উকিল’ শব্দটি এখন আর সম্মানসূচক নয়) যদি তখন বক্তব্য পেশরত থাকেন, তাহলে ঢুকে-পড়া শ্রোতার মনে হবে যে সে আঞ্চলিক বাঙলা শুনছে। কিন্তু কিছুক্ষণ কাটার পরে শ্রোতা বুঝতে পারব...