
বিশ্ববিদ্যালয় ও বাঙলা

হুমায়ুন আজাদ
| হুমায়ুন আজাদ | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনশেষ নগরী১১ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ইংরেজির সাথে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর নাড়ি বেশ শক্তভাবে বাঁধা। আমাদের শিক্ষার মাধ্যম নিয়ে দেড়শো বছর ধ’রে বিতর্ক চলছে; দেড় শতাব্দী ধ’রে আন্দোলন চলছে বাঙলায় শিক্ষা দেয়ার জন্যে, তবু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ইংরেজিকে আঁকড়ে আছে নিষ্ঠার সাথে। উনিশ শতকের শুরুতে একজন ইংরেজ পণ্ডিত, উইলসন, বল...