
বাল্মীকির রাম ও রামায়ণ

নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
| নৃসিংহপ্রসাদ ভাদুড়ী | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনসাহিত্য সাগর১৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সেকালের এক কবিওয়ালাকে প্রশ্ন করা হয়েছিল—কোন সময়ে ময়ূরের মাথায় সাপ নেচেছিল? আমরা জানি ‘সাপের মাথায় ব্যাঙ-নাচুনি’ যেমন সম্ভব নয়, তেমনি ময়ূরেব মাথায় সাপ-নাচুনিও সম্ভব নয়। ব্যাঙ যেমন সাপ দেখলে ডরায়, সাপও তেমনি ময়ূর দেখলে ডরায়। কিন্তু সমস্যাটা ধরে ফেললেন কবিওয়ালা। তিনি বললেন—একবার এমনটি হয়েছিল। সেই যখন রাম-রাবণের ভীষণ যুদ্ধ হয়েছ...