
দেবতার মানবায়ন : শাস্ত্রে সাহ...

নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
| নৃসিংহপ্রসাদ ভাদুড়ী | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনপূজা দেবনাথ১৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
দেবতাদের নিয়ে দুটো কথা বলতে চাই। বলাটা আমার দায়িত্ব মানা-না-মানা আপনাদের ইচ্ছে। তবে কথাটা শুধু দেবতাদের নিয়েই নয়, অসুর-রাক্ষস, মানুষ—সবই আছে এই স্বল্প পরিসরে। অবশ্য দেবতাদের কথা বলছি বলেই ভাববেন না যে, পরম ঈশ্বর, পরম ব্রহ্ম—এঁদের নিয়েও আমি কথা বলছি। বস্তুত ঈশ্বর কিংবা ব্রহ্মের সঙ্গে দেবতাদের বিলক্ষণ তফাত আছে। আর সেই তফাত আছে বলেই, কৃষ্ণ, কালী, দুর্গা ...