
ত্রিদেব সম্বন্ধে বিজ্ঞানশাস্ত্র কি বলে

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
| বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৪ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মিল্ যে ঈশ্বর স্বীকার করিয়াছেন, তিনি এরূপ অজ্ঞেয় নহেন। মিল্ ইচ্ছাবিশিষ্ট, জগন্নির্ম্মাতা স্বীকার করিয়াছেন। স্বীকার করিয়া ঐশিক স্বভাবের মীমাংসায় প্রবৃত্ত হইয়াছেন। ঈশ্বরবাদীরা সচরাচর ঈশ্বরের তিনটি গুণ বিশেষরূপে নির্ব্বাচন করিয়া থাকেন—শক্তি, জ্ঞান এবং দয়া। তাঁহাদিগের মতে ঈশ্বরের গুণ মাত্র সীমাশূন্য—অনন্ত। অতএব ঈশ্বরের শক্তি, জ্ঞান এবং দয়াও অনন্ত। ঈশ্বর সর্ব্বশক্তিমান্, সর্ব্বজ্ঞ, এবং দয়াময়। p&g...