
চৈতন্যদেব

নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
আমার ভগবতী জননী কুন্তলা-দেবীর প্রতি–
তাঁর শরীর-শোষী সন্তানের
প্রণামান্ত নিবেদন
.
অয়মারম্ভঃ
মা আমার প্রথম জীবন থেকে শেষ জীবন পর্যন্ত ভাবা উচিত ছিল, তা এইরকম খণ্ডিতভাবে ভাবলাম বলে অশেষ দুঃখ পাচ্ছি। সত্যি কথা বলতে কী, আমি মাতৃগর্ভ থেকে হরিনাম শুনছি; হরিনাম আর ভাগবত-পাঠ শুনতে-শুনতেই আমার জাগতিক বিদ্যা...