অধঃপতন সঙ্গীত

অধঃপতন সঙ্গীত

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

অধঃপতন সঙ্গীত

Books Pointer Iconবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Books Pointer Iconপ্রবন্ধ রচনা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

বাগানে যাবি রে ভাই? চল সবে মিলে যাই,

যথা হর্ম্ম্য সুশোভন, সরোবরতীরে।

যথা ফুটে পাঁতি পাঁতি, গোলাব মল্লিকা জাতি,

বিগ্নোনিয়া লতা দোলে মৃদুল সমীরে ||

নারিকেল বৃক্ষরাজি, চাঁদের কিরণে সাজি,

নাচিছে দোলায় মাথা ঠমকে ঠমকে।

চন্দ্রকরলেখা তাহে, বিজলি চমকে ||



চল যথা কুঞ্জবনে, নাচিবে নাগরী গণে,

...

Loading...