
হত্যাকারী কে? – হরিসাধন মুখোপাধ্যায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| অন্যান্য বই |
পোষ্ট করেছেনবিথি শর্মা১৮ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পাঁচ ছয় বৎসর পূর্বে যে সময় আমি পশ্চিমে ছিলাম একটি লোমহর্ষণ ঘটনা আমার চক্ষের উপর ঘটিয়াছিল। আজও তাহা স্মৃতিপথে জাগরূক হইলে শরীরের আমূল কম্পিত হয়, তাহার প্রত্যেক ঘটনা, প্রত্যেক কার্য—অতীতে কুক্ষিগত হইলেও আজও তাহা আমার নিকট জাগ্রত প্রত্যক্ষ বলিয়া বোধ হয়। সেই ভীষণ নিশীথে, সেই বন্ধুবান্ধবহীন বিদেশে; যে ভয়ানক ঘটনা আমার চক্ষের সম্মুখে অভিন...