
শেষ দৃশ্য – প্রণব রায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| অন্যান্য বই |
পোষ্ট করেছেনহিয়া মজুমদার১৮ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভারতী থিয়েটারে ভিড় আজ একটু বেশি। ভিড় অবশ্য বেশি হওয়ারই কথা, কেননা সাফল্যমণ্ডিত ‘নিয়তি’ নাটকের আজ দুশো রাত্রি।
বাংলা থিয়েটারের এই দুর্দিনে গত পাঁচ বছরের মধ্যে আর কোন নাটক পরিপূর্ণ প্রেক্ষাগারে একটানা পঞ্চাশ রাত্রিও চলেনি। একমাত্র ‘নিয়তি’ নাটকখানাই বাংলা থিয়েটারের শুধু যে রূপ পাল্টে দিয়েছে। তা নয়, নাভিশ্বাস-ওঠা ভারতী থিয়েটারকে সতেজে খাড়া করে দিয়েছে। স্টাফের ছ’মাসের মাইনে চুক...