
লাজ আবরণ – কৃশানু বন্দ্যোপাধ্যায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| অন্যান্য বই |
পোষ্ট করেছেনসাহিত্য সাগর১৮ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ঘুরে দাঁড়াল সুলগ্না। হাসল একটু।
হাসলে যে? প্রণয় প্রশ্ন করল।
হাসলাম তোমার অবস্থা দেখে। তুমি ভয় পেয়ে গেছ। হয়তো পিছিয়েও যাবে।
ভয় আমি পেয়ে গেছি ঠিকই, তবে পিছিয়ে যাব না। বাড়ি থেকে শেষ পর্যন্ত মত আদায় করতে পারব বলেই মনে হয়।
আর যদি মত না পাওয়া যায়?
তবে····
অনুনয়ে ভেঙে পড়ল সুলগ্না ; কোন ‘তবে’ নয়। একটু শক্ত হও প্রণয...