
চিঠিচুরি – পাঁচকড়ি দে

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| অন্যান্য বই |
পোষ্ট করেছেনশ্রী কর্মকার১৮ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
যখন শ্রীমান অক্ষয়কুমারকে প্রবেশিকার দ্বার-সম্মুখে উপনীত দেখিয়া ক্রুদ্ধা সরস্বতী দুই হস্ত আন্দোলন করিয়া তাহাকে দুই-দুই বার বিতাড়িত করিলেন, তখন শ্রীমানও মা সরস্বতীর প্রতি একেবারে ভক্তিশূন্য হইয়া পড়িলেন। এবং পড়াশুনা বন্ধ করিয়া প্রায় তিন চারিটি বৎসর বাটীতে বসিয়া অতিবাহিত করিলেন।
সংসারের ভার দাদার স্কন্ধে ছিল, সুতরাং সংসারের ভাবনা অক্ষয়কে কিছুমাত্র ভাবিতে হইত না। এই তি...