
উঅল নুমান তার পুত্র সারকান ও ...

ক্ষিতিশ সরকার
| ক্ষিতিশ সরকার | |
| অন্যান্য বই |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৬ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
শাহরাজাদ উমর অল-নুমান আর তার পুত্র দু-আল-মাকান-এর কাহিনী শুরু করে :
খলিফাদের রাজত্ব শেষে বাগদাদে শহরে এক সময়ে উমর অল-নুমান নামে এক বাদশাহ সিংহাসনে অধিরূঢ় ছিলো। যুদ্ধবিদ্যায় তার সমকক্ষ সে সময়ে আর দ্বিতীয় ছিলো না। তার বিক্রমের সামনে কোনও সুলতান বাদশাই মাথা তুলে দাঁড়াতে পারতো না। এমন কি সম্রাট সীজারকেও তার বশ্যতা স্বীকার করতে হয়েছিলো। সুদূর প্রাচ্যের সমস্ত ভূখণ্ড তার পদানত ছিলো। দুনিয়ার ...