
রহু চণ্ডালের হাড়

অভিজিৎ সেন
রহু চণ্ডালের হাড়। অভিজিৎ সেন-এর বঙ্কিম পুরস্কার প্রাপ্ত (১৯৯২) উপন্যাস।
শারিবার যখন বছর বারো বয়স, তখন নানি লুবিনির সঙ্গে তার সখ্য গভীরতর হয়। কেননা তখন শারিবা সব বুঝতে শিখেছে, নিজের এবং নিজের লোকজনের চতুষ্পার্শ দেখতে শিখেছে। আর সেই সঙ্গে নানির কাছে শুনে শুনে বর্তমানের সাথে অতীতের যোগসূত্র রচনা করার চেষ্টাও সে করতে পারে তার অপুষ্ট বুদ্ধিতে।
এইভাবে শারিব...