
ইহুদী হেকিমের কাহিনী

ক্ষিতিশ সরকার
| ক্ষিতিশ সরকার | |
| অন্যান্য বই |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৬ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এই সময়ে সেই ইহুদী হেকিম এগিয়ে এলো। বাদশাহকে কুর্নিশ করে বললো, শাহেনশাহ, আমার কাহিনীটা মেহেরবানী করে শুনুন। আমার বিশ্বাস, ওদের চেয়ে হাজার গুণ ভালো লাগবে। আপনার। এমন কি, কুঁজোর মরার ঘটনার চাইতেও বেশী অবাক হবেন আপনি।
বাদশাহ বললো, ঠিক আছে, যদিও আমি ধৈর্য হারিয়ে ফেলেছি, তবু শোনাও দেখি।
ইহুদী হেকিম তার কাহিনী শুরু করলো :
আমার তরুণ বয়সে এই অদ্ভুত কাহিনীটা শুনেছিলাম। তখন...