
হিউয়েন সাঙের দেখা ভারত

প্রেমময় দাশগুপ্ত
| প্রেমময় দাশগুপ্ত | |
| ভ্রমণ কাহিনী |
পোষ্ট করেছেনপূজা দেবনাথ১৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মহান চীনা পর্যটক হিউয়েন সাঙ ৬০৩ খ্রীষ্টাব্দে হো-নান প্রদেশের চিন-লিউ-তে জন্মগ্রহণ করেন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। অল্প বয়সেই তিনি মেজ ভাইয়ের সঙ্গে চীনের পূর্ব-রাজধানী লো-আঙ আসেন। ভাই ছিলেন ৎসিঙ-তু মন্দিরের ভিক্ষু। তের বছর বয়সে হিউয়েন সাঙও এই মন্দিরে উপাসক হলেন। সুই রাজবংশের পতনকালে যে পরিস্থিতি দেখা দেয় তার ফলে তিনি ও তাঁর ভাই ঝে...