
ডামাস্কাস গেট

নবনীতা দেবসেন
‘ইৎসহাক’, মানে হাসি। বৃদ্ধ আব্রাহামের যখন নিরানব্বই আর জরতী সারার প্রায় নব্বই, প্রভু তখন তাঁদের পুত্রবর দিলেন। সেই শুনে হেসে ফেলেছিলেন আব্রাহাম আর সারা। সন্তানধারণের ঋতু তাঁর বহুদিন ফুরিয়ে গেছে, আর সেজন্যেই তিনি মিশরদেশীয় দাসী তরুণী হাসারের গর্ভে, আব্রাহামের ঔরসে এক পুত্র উৎপাদন করিয়েছিলেন তেরো বছর আগে। তার নাম ইশমায়েল। সেই আব্রাহামের প্রথম পুত্র, সারার সতীনগর্ভজাত।