
ভ্রমণ সমগ্র ২

নবনীতা দেবসেন
চিরস্নেহের আকর
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী
শ্রীচরণেষু—
ভ্রমণের নেশা এক তীব্র নেশা, প্রায় কৃষ্ণপ্রেমের মতো, সে মাদকের সুখ যে একবার আস্বাদন করেছে, সে বারবার সেই স্বাদ ফিরে পেতে চায়। আমিও ব্যতিক্রম নই। আমার বাবা নরেন্দ্র দেব ছিলেন ভ্রমণ পাগল মানুষ। তাঁর ভ্রমণ কাহিনি এক সময়ে মানুষের মর্ম স্পর্শ করেছিল। অল্পবয়সে একা ও লেখক-শিল্পী বন্ধুদের সঙ্গে সারা ভারত, শ্রীলংকা, ঘুরে বেড়ি...