
ইজরায়েলের ডায়েরি – বোকের তোভ, ইজরায়েল

নবনীতা দেবসেন
| নবনীতা দেবসেন | |
| ভ্রমণ কাহিনী |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৭ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পুরিম উৎসব
আমি এঘর থেকেই গান-বাজনা শুনতে পাচ্ছি, হাসিখুশি গলার স্বরগুলো অন্ধকারে ভেসে আসছে, রাতের ঠান্ডা বাতাসকে উষ্ণ করে তুলছে। ওরা সবাই পুরিম পার্টি করছে। পুরিম উৎসব ইজরায়েলে খুব জরুরি, বসন্ত উৎসবের মতো। আজ ১৫ মার্চ ১৯৯৫, এই সময়টা বসন্ত উৎসবের ঋতু সারা বিশ্বজুড়ে—আমার দেশেও এখন হোলি হ্যায়। পুরিম উৎসবকে এরা কার্নিভ্যালের রূপ দিতে চেষ্টা করে। করলে কী হবে, ইজরায়েল তো ব্রা...