চিচেন ইতজায় ফ্রান্সিস

চিচেন ইতজায় ফ্রান্সিস

অনিল ভৌমিক

চিচেন ইতজায় ফ্রান্সিস

Books Pointer Iconঅনিল ভৌমিক
Books Pointer Iconথ্রিলার

পোষ্ট করেছেনবিথি শর্মা০৩ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

একটা নিঃসঙ্গ জাহাজ চলেছে সমুদ্রের ঢেউ ভেঙে। জাহাজটা স্পেনীয় জলদস্যুদলের জাহাজ।

সূর্য অস্ত গেছে বেশ কিছুক্ষণ। এখন অন্ধকার রাত্রি। আকাশে উজ্জ্বল তারার ভিড়। অমাবস্যার কাছাকাছি। কাজেই অন্ধকার চারদিক।

জলদস্যুদের মধ্যে আলস্য। আলফানসো এই জলদস্যুদের দলে ভিড়তে বাধ্য হয়েছে। আলফানসো একটা পোর্তুগিজ জাহাজে চড়ে যাচ্ছিল দক্ষিণদিকের কোনও দেশের দিকে। ওর যাওয়াটা উদ্দেশ্যহীন। দেশে থাকতে ও ছিল...

Loading...