তুষারে গুপ্তধন

তুষারে গুপ্তধন

অনিল ভৌমিক

তুষারে গুপ্তধন

Books Pointer Iconঅনিল ভৌমিক
Books Pointer Iconথ্রিলার

পোষ্ট করেছেনচয়ন সরকার০৩ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

জাহাজ চলেছে ভাইকিংদের স্বদেশের দিকে। সমুদ্র শান্ত। হাওয়ার বেগও যথেষ্ট। পালগুলো প্রায় বেলুনের মত ফুলে উঠেছে। নিরুদ্বেগ সমুদ্রযাত্রা। ভাইকিংরা সকলেই খুশি। অনেকদিন পর স্বদেশে ফিরে চলেছে। হাওয়া ভাল থাকাতে দাঁড় টানতে হচ্ছে না। শুধু ডেক ধোয়া-মোছা, পালের দড়ি ঠিকঠাক করা এসব কাজ। সে আর কতক্ষণের কাজ। বাকী সময় ওরা হৈ হল্লা, করে, ছক্কা-পাঞ্জা খেলে। গান গায়, বাজনা বাজায়, নাচে। রাত হলে ডেকের এখান...

Loading...