
রঙ্গিলা পাহাড়ের নীলকুঠি

ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য
| ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ২২ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কলেজের পড়া শেষ হয়ে গেছে সুমন্ত্রের। এবারে একটা সুবিধামত চাঁকরি যোগাড় করে নিতে পারলেই নিশ্চিন্ত হয়ে বসতে পারে।
সেই উদ্দেশ্যেই সেদিন সে এসেছিল নন্দবাবুর বাড়ি। নন্দ মিত্তির মূরুবিব লোক, আর তার কাকার বিশেষ বন্ধু। বেশ খাতির করেই বসালেন নন্দবাবু।